হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? 

একটা ধারুন ট্রিক্স নিয়ে আবারও হাজির হলাম আপনাদের মাঝে। আশা করি অনেকেই উপকৃত হবেন।




আমরা কোন মোবাইল ফোন কিনার পর দেখা যায়, মোবাইল কোম্পানি গুলো অনেক অপ্রয়োজনীয় এ্যাপস ইন্সটল করে দেয়, যা System App হয়ে থাকে। আর ঐসব অপ্রয়োজনীয় এ্যাপস আমাদের ফোনের রেম (Ram) এর একটা বড় অংশ দখল করে নেয়। ফলে অনেক সময় আমরা বিশেষ কোন এ্যাপ ইন্সটল করতে সমস্যা হয়, ফোনের সফ্টওয়ার স্পেচ ফিলআপ হয়ে যায়, বা ফোন কে অনেক স্লো বা ধীরগতির করে দেয়। আমরা চাইলেও এই সিস্টেম এ্যাপগুলো Uninstall বা ডিজেবল ও করতে পারি না। বিশেষ করে যাদের ফোনের রেম কম তাদের জন্য এটা একটা মহা সমস্যা। এই সমস্যা থেকে মুক্তি পেতেই এই ধারুন ট্রিক্স টা আমি খুজে বের করেছি। এখন থেকে আপনারা System App Uninstall করতে পারবেন, কোন ধরনের রুট করা ছাড়াই। 

 তো চলুন বন্ধুরা, শুরু করা যাক.... 

 তো বন্ধুরা, এর জন্য আমাদের কম্পিউটারেরর সাহায্য নিতে হবে। 

 ধাপ ১: ফোন সেটিংস: 

 প্রথমে আপনার ফোনোর Developer Option চালো করতে হবে। এর জন্য ফোনের সিটিংসে প্রবেশ করে Phone About যান। এবার Build Number এ পাচঁবার বা সাতবার পরপর টাচ করতে থাকুন, পাসওয়ার্ড চাইলে আপনার ফোনের পাসওয়ার্ড দিন। তাহলে তা চালো হয়ে যাবে। এবার Developer Option এর ভিতরে প্রবেশ করে একটু নীচের দিকে দেখুন "OEM" Unlocking" এটা কে On করুন। এবার আরেকটু নীচে দেখুন "USB debugging" এটাও On করুন। ব্যাস কাজ শেষ। 

 এবার যে App গুলো ডিলেট করবেন, সেগুলোর "Package Name" জানতে হবে। তাই Play Store থেকে "Package Name" App টা ইন্সটল করে নিন। এবার এ্যাপের ভিতরে ঢুকে Apps এর "Package Name" খাতায় লিখে রাখুন।   (যেমন: Facebook Lite এর প্যাকেজ নেইম Com.facebook.lite) 

এরপর ও না পারলে How To On Developer Option লিখে ইউটিউবে সার্চ দিয়ে ভিডিও দেখেন। 

ধাপ ২: PC সেটিংস: 

প্রথমে আপনার কম্পিউটারে Uninstall System App সফ্টওয়ার টি ডাউনলোড করে নিন।
 Click Hare To Download ডাউনলোড করা হয়ে গেলে Unzip করে Desktop এ রেখে দিন। 
এবার USB কেবল দিয়ে আপনার ফোন টি কানেক্ট করে নিন। এবার আপনার PC তে Android Driver ইন্সটল প্রয়োজন। আপনার ফোন টি কানেক্ট করার সাথে সাথে PC তে অটোমেটিক ড্রাইবার ইন্সটল হয়ে যাবে। যদি না হয়, তাহলে এখান থেকে Universal drivers ইন্সটল করে নিন। 
আপনার ফোন টি Pc তে ঠিকমত কানেক্ট হয়েছে কি না, তা বুঝতে দেখুন, আপনার Pc এর ড্রাইভে ফোন দেখাচ্ছে কি না, আর Pc তে ফোন থেকে File আদান-প্রদান করা যাচ্ছে কি না। 
এবার ডাউনলোড করা সফ্টওয়ার টি রান করান। একটু অপেক্ষা। এবার দেখুন একেবারে শেষে দেখুন "Enter Uninstall Package Name" লেখা আসছে, এবার আপনি যে কোন একটি এ্যাপের "Package Name" লিখে ইন্টার প্রেস করুন। দেখুন Success লেখা দেখাচ্ছে, তার মানে Uninstall হয়ে গেছে। এবার ইন্টার প্রেস করে আবার একই ভাবে কাজ করতে থাকুন। 

তো বন্ধুরা, এই ছিলো আজকের টিউন। কেমন লাগরো জানাবেন। 
ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।

Leave a Comment

বিডিটিউনজ এ আসার জন্য আপনাকে ধন্যবাদ, নিয়মিত টেক আপডেট পেতে সাথেই থাকুন।